ব্লেডের এক পোঁচে
কব্জি কেটেছি,
গলগল করে বেরিয়ে গেলো ছন্দের নদী।


তারপর আমি হিমাগারে।
শব্দগুলো আরষ্ট নিপাট।


এরপর ওরা আমাকে জ্বালিয়ে দিয়েছে ফানুশে।


শিলিগুড়ি, চন্দ্রনাথ
সব পড়ে রইল।
পড়ে রইল কাশ্মিরী তুহিন তুষার......


কত কিছু ঘটে গেলো,
তোমার ঘড়ির কাঁটায় ছিলাম না বলে!