কী প্রকান্ড ইটভাটা বুকে জ্বালিয়ে
আমি শ্বাসকষ্টে বেঁচে আছি!
কতটা বিষাদে কাটে আমার এক একটা দিন...
তুমি কখনোই জানবে না।


তুমি জানবে না আমার চোখে
না রঙ আছে রংধনুর,
না সুবাস আছে ফুলের।
অনির্বাণ কেন গেলে তুমি?
তোমার তো যাবার কথা ছিল না
কথা ছিল না এভাবে সবকিছু ছাপিয়ে
আশ্বিনি প্লাবন হওয়ার।
কথা ছিল না আমাকে ছেড়ে
খুঁজে নেবে ব্যক্তিগত কোন বিযুক্ত আকাশ।


এখন দূর থেকে আমি সমুদ্রের মতো,
কাছে থেকে পাহাড়ের মতো নিশ্চুপ,
সুউচ্চ অনড়।
আমার পায়েলের ধ্বনি কেন নিয়ে গেলে?
কেন নিয়ে গেলে প্রিয় সবকটা গানের সুর।
কেন ফেলে গেলে নির্মম সাহারায়?


এমন করে তো হাত ছাড়ার কথা ছিলনা।
তোমার তো, অনির্বাণ,
যাবার কথা ছিল না.......
কেন চলে গেলে?