এহ জগতের জীবন সঙ্গী,
শব্দ সমুদ্রের বিশেষ অস্ত্র তুমি।
স্পর্শে ‍তোমার জাগরিত হয়
    নানা অভিব্যাক্তি
মনের দেওয়ালে ধাক্কা দেয়
কাব্যিক ভাব।
তারই প্রতিফলন ঘটে কাগজে....
তোমার নির্জাসেই আবদ্ধ
সব শ্লিলতা অশ্লিলতার ভাষা।
তোমার রঙেই অঙ্কিত হয়
সাহিত্য জগতের পুস্তকখানি।
আজও বড় সস্তায়
মানব হস্তে প্রচলিত তুমি।
-মৌলী