জীবনের পথটি সমান্তরাল নয়
ছোট-বড় খাদ,উঁচু-নীচু ধাপ
কখনও দুর্গম....
  সব পার করতে হয়
কাজেই গতীও স্থির থাকে না
  চড়াই উতড়াই এর সময়
নিয়ন্ত্রন বাঞ্ছনীয়...
  নয়তো বিপত্তি ঘটতে পারে
ক্রমান্বয় এগিয়ে চলতে হয়
  নানা প্রতিকূলতার সম্মুখিন হয়ে
জীবন যেদিন সরলরেখায় চলবে
  সেদিন আর তার
অস্তিত্ব থাকবে না....
ওঠা নামার মধ্যেই লুকানো থাকে
জীবনের চাবিকাঠি ।