রোজ যাতায়াতের
সেই চেনা রাস্তা
নিয়মিত স্কুলে যাওয়া
ফেরার পথে কোন এক বাঁকে
দাঁড়িয়ে ছিলে তুমি...
রোজ যাতায়াতের
চেনা সেই ২৭ নম্বর রুট ।
মধ্যশিক্ষার গন্ডী পেড়িয়ে
উচ্চশিক্ষার পথে
স্কুলের রাস্তা একই ছিল
বদলে যায়নি কিছু...
নিয়ম মত পথের বাঁকেই
দাঁড়িয়ে থাকতে তুমি ।
ব্যতিক্রমি এক সময়ে
তোমায় বুঝতে পেলাম
মনের মাঝে তোমার জন্য
জায়গা করেছিলাম ।
স্কুলের গন্ডী পেড়িয়ে
এবার কলেজ হয়েছে শুরু
প্রেমের পর্ব এগিয়ে চলে
সেই তোমার হাতটা ধরেই ।
অনেক কথার আদান প্রদান
অনেক স্বপ্ন চোখে
অনেক বাঁধার প্রাচীর ভেঙেছি
আমি তুমি দুজনাতে...
তিরষ্কার আর লাঞ্ছনা
বরণ করেছি হেসে
অপেক্ষার বহু বছর কেটেছে
তোমায় পাবো ভেবে ।
দোষের কিছুই করিনি তবু
পাওয়া হলোনা তোমায় ।
ত্রুটি তেমন ছিলনা তোমারও
তুমি ভাগ্যে ছিলেনা আমার ।
তোমায় ছাড়া বাঁচতে পারবোনা
ভেবেছিলাম একদিন
অন্য কারোর সঙ্গী হয়ে
কাটছে কত দিন ।
ফেলে আসা সেই রাস্তার বাঁকে
আজ আর দাঁড়িয়ে থাক না তুমি
জানতে তবুও ইচ্ছে করে
এখন কেমন আছ তুমি ।