***
অসহনীয় দাবদাহে
রুদিত ক্রন্দসী
চারিদিকে হাহাকার রব ।
হ্রাসকৃত জলরাশি
শীর্ণ তরুদল ,
খটখটে জলবায়ুর
তাপনীয় বল ।
প্রখর রৌদ্র তেজে
শোণিত মাংসল চামের
ঝলসান রূপ ,
দিকময় বেষ্টিত
দুঃসহ  ধুপ ।


***
মস্তকের স্বেদ বিন্দু
অস্হিত পদতলে
ষাটঊর্ধ্ব বৃদ্ধ মানুষ
দিন মজুরি খাটে ,
মর্মে মর্মে যন্ত্রণা পায়
জীবন ভারের টানে ।
ছোট্ট শিশুর অস্থিরতাও
শীতল পরশ চাহে ...
কাজের থেকে ঘরে ফেরে
স্বামী ছেলে ভাই,
যাত্রীবাহের উষ্ণ বলয়
রুদ্ধশ্বাসে সবাই ।
হে প্রকৃতি কৃপা করো
রূঢ় মূর্তি ত্যাজো ...
কোমল হয়ে আবার তুমি
শ্যামলিনী রূপ ধরো ।