এই বিশ্ব যেন গোলক ধাঁধা
প্রত্যেকের অমিল সংক্রান্ত চেহারা
ভিন্ন মতাদেশ অন্য মানসিকতা
সকলেই কিন্তু সমাজবদ্ধ আমরা
তাই থাকেও কিছু দায়বদ্ধতা


কেউ হোক না যতই তুচ্ছমাএ
তা বলে কি তার তুলনা কুকুর তুল্য !
একি মানবিকতার পরিচয়
না সে নিজেই তুলনার সমতুল্য ...


ছোটতে শেখা কবেকার
অন্যায় করার থেকে গুরুতর
অন্যায় সহ্য করা ...
আজ মর্ম বুঝি তার ।


ভিন মতে উপমতে ছেয়ে গেছে প্রাঙ্গন
অরাজকতা দূর করে
হোক নবজাগরণ ...
প্রশমনের প্রতিবাদেই হোক
রেনেসাঁর স্বাগতম ...