এ দুয়ার নয় ঘরের
নয় রবি ঠাকুরের
শুনেছি গানেও মনের জানলা
পড়েছি কবিতায় মনের আঙিনা ।


এ দুয়ার থাক তবে আমার
খুলে দেব আমি
যা কিছু নিবি, নিয়ে যা ভিতর থেকে
শূন্য করে আমায় ।


রেখে যাস শুধু "আমি "কে
ফিরবে আবার সব
তখনও রাখবো খোলা
আমার উজার হওয়া দুয়ার
এবার পূর্ণ হবে সব ।


---০---০---০----