**********************************


এসো ফেব্রুয়ারী, চাটু জ্বেলে বসো,
বিষন্নতা তোমাকে মানায়।
হাত সেঁকে নিতে নিতে জেনে নিই তোমার খবর।
পাহাড়ি  শীতের বার্তা দাও, জম্পুইএর কমলা উত্সব?


হিরণ্য নারীরা সব ভ্যালেন্টাইন হবে
রাজপথে উড়িয়ে বেজন্মা, বখে যাওয়া ধুলো,
আর সম্পাদকমন্ডলী ফেরত পাঠিয়ে
আমার জাবেদা খাতা, দু:খপ্রকাশ করবেন না --  


বাতাসে কী রঙ লেগেছে এখন?
পাহাড়ে কী রঙ?
এসো ফেব্রুয়ারী,
যুদ্ধে যাবার আগে তোমার কোলে
খানিক মাথা রেখে নিই।