তোকে দেখে ভয় লাগে!
কী ভীষণ স্পর্ধা তোর!
মেরুদণ্ড বেয়ে ওঠানামা করে চোরাস্রোত
আঠারো আমারো ছিল
যা বিক্রি হয়েছে অনেক বছর আগে।


এখন অভ্যাসে আছে ক্ষীণদৃষ্টি ভাতারামি
সুপবন বয়ে গেছে কত
জানালায় কত্ত কত্ত দো - আঁশলা মাছ!
সুখ আসে পা চুবিয়ে মস্ত জলাশয়ে।


আর শুধু বেমক্কা ঘাবড়ে যাই
যখন ক্যালাইডোস্কোপে তুই
তুই আর তুই
ঘুরে ঘুরে দেখি ...
আহা অবিমৃষ্যকারী!
সুপবন চিনে নিতে
তোকে কি দিইনি ভাত মাছ ঝোল?
তবু কেন?