দেখলাম সাগরজলে বুড়বুড়ি কাটছে কিছু সুন্দর সোনালী মাছ
গোগ্রাসে তাদের শিকার করেছে কিছু অফিস ফেরত নিত্যযাত্রী
হিড়হিড়িয়ে চোরাবালিতে টেনে নামানোয় কী সুখ, কী সুখ


ভার বইতে বইতে আজ বোকেটাও টেনে নিতে পারছেনা কবি
ভারবহ জীব
আজ্ঞায়, বিকারে, স্বনামধন্য দুরভিসন্ধিতে,
ফেলে ফেলে আসে সম্বর্ধনা মঞ্চে
বয়ে নিয়ে যায় অন্যকেউ, অন্য ফেউ,
তো এত কোলাহল, এত পিছুটান নেব কীভাবে?


বোম্বেটের মত ঘোরে সংস্কৃতি ভোমরা
নজর বাঁচিয়ে বাঁচিয়ে থাকি
বেঁচে থাকতে বড় সুখ
কাদায় খেলতে বিচিত্র তৃপ্তি


হে রঙিন মাছ,
তুমি যেওনা সমুদ্রতটে
ঘোলাটে কাদায়


'জলে কুমীর ডাঙায় বাঘ' এই আপ্তবাক্যটি মেনে নিয়ে
তুমি ফিরে এসো যেখানে শেষ বিকেলের মতো বিবেক বিলীন হয়ে যায় ... আলোকরহিত
আর কিছু নাবালক কর্দমাক্ত পিচ্ছিল পথে দূরের চুড়ার থেকে মুখ ফিরিয়ে নেয়...
ঘেন্নায়