মৃত্যুচিন্তা যখন আমূল নাড়িয়ে দিয়ে গেছে
তখন দেখা গেল
পড়া হয়নি গীতা, কোরান, বাইবেল, জিন্দাবেস্তা
আত্মস্থ করা হয় নাই।
বড় দেরি হয়ে গেছে
লাস্ট বেঞ্চের ছাত্রের মতো
শেষ মুহূর্তে তরিঘরি শেখা!


আমি বন্ধু নাটাই ছেড়েছি অনেক আগে
মৃত্যুঘ্ন কোনো উপত্যকায়
টিকটিক ঘড়ির আওয়াজে
ক্লেদাক্ত বইয়ের পাতায়!


আমি এগিয়ে আছি বলে বড়াই করিনে
তোমাকেও নেবো
তার আগে ছেড়ে দাও কিছু প্রজাপতি
ওরা মুক্ত হোক


তারপর মুক্ত হয়ে এসো
যান বড়ো
কোনো ভয় নেই ...