একটা বুকে ঘুমিয়ে আছি চুপচাপ
একটা আঙুল আঙুল জড়িয়ে নিয়ে
আদেখলেপনা করছে
একটা লাউমাচায় ধরেছে লাউ
তার ডগাগুলো আজ বাজারে বিক্রি হবে


একটা ঠোঁটে সৃষ্টিছাড়া সুখ
একটা তেষ্টা উঠছে টগবগিয়ে
বাজারে কেউ আসছেনা আজকাল
লাউডগাগুলো ঝিমিয়ে আছে শীতের সাপের মতো


একটা বলয় একলা একা ঘরে
রক্ষাচক্র এঁকে এঁকে ফেরে
রক্ষক কে, রক্ষিত কে, কে জানে?
তবে লাউডগাটির সম্ভ্রম আজো অটুট আছে।


একটা মুখ আঁকতে গিয়ে অস্পষ্ট
পেন্সিল হাত থেকে খসে যায়
কিন্তু আমি জানি
লাউডগা বেয়ে ওঠে লগবগিয়ে
তোমার করোটি কঙ্কাল
আমার ভাবনঘর
সবকিছু বেয়ে ওঠে