আমি দেখতে পাচ্ছি
মাস্ক পরে বসে আছে হুতোম প্যাঁচাটা
তার খাবার অফুরন্ত
ইঁদুর বাদুড় আছে


আমরা মজুত করেছি চাল ডাল
আর সোয়াবিন
করোনা কেটে গেলে উত্সব হবে।


দিনমজুরের কোনো উপায় নেই
দিনে বেরোয়
পুলিশের লাঠি খেয়ে ফেরে অস্তাচলে
দৈনিক খাবার নাকি আসবে
আসছে
লংতরাই বেয়ে
পাহাড়ের ওপারে মৃত্যু
এপারেও মৃত্যু
হে মহানুভব, দুই মৃত্যুর মাঝে ঝুলছে জনগন
আপনি শকট ব্যবস্থা করুন


আমাদের দাবী, প্রেম যেন ব্যতিরেক সারণিতে থাকে
লক ডাউনের কালে
মুদী দোকানের মতো,
মৃত্যুর মতো প্রেম আমাদের ভবিতব্য
মৃত্যু ও প্রেম
হাত ধরাধরি করে থাকুক
সভ্যতার উন্মেষ কালে