প্রেয়সীরা সঙ্গিনীরা যার যার সাথে গেছে
হাতে হাত ধরে ...
হারিয়ে যায়না কেউ
খেলে যায় খেলে যায়
যুগান্তকারী কিছুর খোঁজে
সারা গা হাতড়ে গেছে কবি
শব্দবন্ধগুলি
তামার আকরে লোহার আকরে
কিছু কিছু বাঁধা
আমাদের সাধ আছে পোয়াতির মতো
আহ্লাদ থাকে যদি কিছু
তাও আছে
লৌহলিপি তাম্রলিপি
হাজার বছর ধরে লেখা ...
আমি কবিতার পেছনে ধাইতে পারি
আমার ধাইমা বাধা দেবে না
আমি তঞ্চকের মতো টাকার পেছনে যেতে পারি
আমার বিবেক বলবে কি কিছু
কিছু যদি বলে
অঙ্গুলি নির্দেশ যদি করে কিছু
সপাটে জ্বালিয়ে নেব সিগারেট
ধোঁয়ায় ধোঁয়ায় জ্বলে যাবে যত অপরাধবোধ
খুব ভালো, খুব ভালো
করোনা, করোনা, করোনা, করোনা
বিস্তার তার আকাশের মতো
সবকিছু ঢেকে নিয়ে যাচ্ছে ...
কবিতা, প্রেম, রাহাজানি, বিবেকদংশন