ঝুলে গেছে!
ঝুলে গেছে কাব্যশরীর
ঝুলে গেছে গদ্যসুষমা
ঝুলে গেছে মধ্যরাতের পিং।
ঝুলে গেছে কাপড় শুকোবার দড়ির মতো।


কত কথা তোমার?
কথকতা তোমার!
শোনোনি কবির সাবধানবাণী?
কী কথা তার সাথে?


ঘরে ফিরে এসো,
ঘর মানে বনসাই,
ঘর মানে নক্ষত্রের ছায়া কালপুরুষ পথ ধরে।