ধর পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই
দিগন্ত ব্যাপৃত গোলাপ বাগান শুধু,
ধর কাঁটাতার জুড়ে কোনো চোরাচালান নেই
আদিগন্ত টিউলিপ আর টিউলিপ,
ধর পৃথিবীতে ঘন সন্নিবদ্ধ কোনো চোয়াল নেই
মাধুকরী ফেরি করে সুন্দর সমস্ত মানুষ,


তখন বল হে সখি,
কোথায় লুকাবো আমি আমার ভালোবাসাহীন এই মুখ!