পরিষ্কার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে --
কাল রাতভর এখানে যুদ্ধ হয়েছিলো,
তারপর কোনো রূপকথার জন্ম হয়নি
শাবক দেওয়ার কষ্ট সহ্য করতে হয়নি তোমাকে।


আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ফিরবার পথ
এশট্রেতে গোঁজা সিগারেটে, তলানি তরলে
ফিরে ফিরে গেছে -- কবিতাহীন শূন্য পাতায়,
মনু হাওড়ার পলিমাটি থেকে, আঠারোমুড়ার জুমক্ষেত থেকে, আনারস বাগিচা থেকে ...
নতমুখ ফিরে ফিরে গেছে।