নিষ্পত্রক উদ্ভিদের জামার ভিতর
এঁটে যায় দু:খচাকা,
যেমন আলোর বলয় এঁটে থাকে
ঈশ্বরের মাথার পেছনে।


দু:খ ভরে ভাবি সেই সমাজসংস্কারকের কথা
যে আমাকে ফ্যান্টাসি রোধ করার
ওষুধ দিয়েছিলো।


নতজানু হতে হয় কোথাও না কোথাও,
তবে তার আগে
চাতালের ছিন্নপত্রস্তুপে
আমাকে আগুন জ্বালতে দাও।