আমাকে চার্লি চ্যাপলিন বলে সম্বোধন করুন
আমি প্রেমিকার গালে চুমু খেলে পায়ের নিচের মাটি সরে যায়,
খুব নিপাট একটা ঘর বানালে ঝড়ে তার ছাউনি উড়ে যায়
খড়ের গাদায় পা পিছলে যায়, সার্কাসে সিংহের খাঁচায় আমার ঘুম পায়
যত্রতত্র কনুইয়ের খোঁচা খাই, মানুষ মানেই পাহাড়, মানুষ মানেই অতল সমুদ্র...
আমি শুধু তল খুঁজেছি প্রেমিকার চোখের মণির
আর আপনারা হেসেছেন, হেসে গড়িয়ে পড়েছেন


আমাকে চার্লি চ্যাপলিন বলে সম্বোধন করুন
কারণ আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য
ছায়াঘন বনবীথিকায়,
কারণ আমি বারবার ফিরে আসবো
হাসির খোরাক হয়ে,  
ঢোলা প্যান্ট  চাপকান বাতাসে উড়বে,
উড়বে ব্যাকব্রাশ চুল,
রয়াল এনফিল্ড চেপে ... শালবাগানে,
পৃথিবীর সমস্ত সেগুনবাগানে, কান্নাঘরে
পুরু কাজলে চোখ চেনা যাবেনা আমার।