... এই বলে কবি কলমের নিব মুচড়ে ভেঙে দিলেন।
একটা আর্তনাদ উঠল, আহ :!
যে পথে নাবিকেরা গেছে,
মর্ষকাম যুবতীরা নিটোল পদক্ষেপে,
সে পথে নিবিড় বনায়ন,
সে পথে সুসংহত শিল্পবিপ্লব,
চা বাগিচা আর নারকেল আখরোট সারি।


যুপকাষ্ঠে ঝোলার আগের রাতে
আকাশ থাকে অধিক তারকামণ্ডিত,
ভুষুন্ডীর মাঠে ভেড়ার পাল না গুনলে
দু চোখের পাতা এক হয় না,
লাইটার বা সিগারেট প্যাক,
অন্ধকারে দুটোর একটা হস্তগত হয়না,
অত:পর ... ময়নাতদন্ত।


এইভাবে সভ্যতার চাকা এগিয়ে চলে,
আর তুমি ক্রমাগত পিছিয়ে যেতে থাকো,
উল্টোমুখ হাঁটতে থাকো সভ্যতার থেকে
যেভাবে আমরা ছেলেবেলায় খেলার মাঠে
কোনো অন্ত্যজকে দেখলে হাসিতে লুটিয়ে পড়তে পড়তে বলতাম,
" হে নীল ঘোড়ে কা সওয়ার, তোমার সাইকেলের চাকা উল্টো ঘুরছে ... "