দুই সীমানার মাঝে
একটুখানি চর,
একটু বসে থাকা
তারি মধ্যে মোর,
এলোচুলে সর্বনাশী
পীরিতি তার ঘর,
ভাসল ডিঙি নাও-
হালটা জোরে ধর।
ভেঙেছে সর্বনাশী
আরো অনেকের ঘর,
পাহাড়ি প্লাবন শেষে
আসছে মন্বন্তর।
সুখায় নেইকো পানি
বাড়বে রাহাজানি,
অচিন গাঁয়ের মেয়ে
তেপান্তরের মাঠে,
গুনবে দিন আর মাস-
বুনবে স্বপ্ন কষে।
রাজার মতো রাজা
খাজনা করবে মাফ,
রাহাজানি কমেনি-
জমিন এখনো সাফ।
গাঁয়ের বধু এক
শ্যামলা ত্রস্ত পায়
আরাধাঁ উঠোন থেকে
শুকনো কলসী কাঁখে
এলোচুলে নামবে ধীরে
দুই সীমানার মাঝে
একটিখানি নদী-
থমকে আছে, যদি
ডেকে নেয় বউটিরে-
পীরিতি সর্ব্নাশী।।