দক্ষিণে যাচ্ছে সুবেশা তরুণীরা,
জানালায় পাচ্ছি সুবাতাস,
সন্ততি আর পুরুষে ব্যস্ত বড়-
বৈশাখ সমাগত।


চৈত্র সেলে পথ হারানো
যত রেশমি রুমাল,
আজ পড়ে পথে -
শুকনো পাতার মতোই
উড়ছে পুড়ছে-
গাইছে হাট শেষের
শূণ্যতার কোরাস।


মহানাগরিকটি মগ্ন
মধ্যাহ্নবিলাসে-
জিরিয়ে নিচ্ছে খানিক,
যতিচিহ্ন হয়ে-
কাল হবে নবজাগরণ।।