আবার বৃষ্টি, একঝাঁক বুলেটের মতো
হন্যমান-
সংজ্ঞা না মেনেই ভিষণ আক্রোশে।
রোদ জ্বলজ্বল-
পথপ্রান্ত এখন ধোয়াঁটে,
দিনের উত্তাপ শুষে নেবার সন্ধিক্ষণে,
কিয়ৎমুহুর্তকালিন বিপরীতমুখী অভিঘাতে।


স্তাবকতা ছেড়ে, পথিক, পথ খোঁজো,
ঐ ধোয়াঁশার জালে আঁকা সে পথ-
আরো একটু দূরে, বৃষ্টিকালীন আভা
মেখে গায়, দাঁড়িয়ে সুপ্রাচীন,
তাঁরই আহ্বানে তোমার এই জলোচ্ছ্বাস-
অবগাহণ সেরে, উঠে এসো তাঁর পায়ে-
প্রবঞ্চনার পর গিরিরাজ তোমায় খুজঁছেন!