ঘুরে ঘুরে ওরা আসবে,
কাঁধ জোড়াতে বসবে,
বলির সিঁদুর মেখে
মুখটি টিপে হাসবে!


প্রহরজুড়ে নাচবে,
মুরলীখানি বাজবে,
ভাঙা কাঁচে প্রতিবিম্বে
বৃহন্নলা সাজবে।


চপেটাঘাত করবে,
অত্যাচারে ভরবে,
করোটির মেঘগুলো
মৃদুমন্দ সরবে!


ঐ জলেতে ভিজছি,
আকুলে সুখ খুঁজছি,
হৃদয়ের তালা বন্ধ
সর্বনাশে ডুবছি।


পঙ্কিলতা হাসছে,
ভীষণ ভালোবাসছে,
ভাবছি ধরবো কিনা,
রজ্জু জলে ভাসছে!


খুঁটিটা তুমি বাঁধছো,
খুঁটিতে তুমি থাকছো,
অন্তর্যামী হতে
একটু একটু পারছো!