দামাল সে দিনগুলি পেরোনো হলে,
নিরাসক্ত উপত্যকায় বসে দেখলাম;
ফোন করে বিজয়া শুভেচ্ছা জানানোর মত
কেউ নেই। কিছু নেই।


জানালা খুলে দেখি শিউলি উঠোনে
কোনো শুভেচ্ছাবার্তা পড়ে নেই।
হ্যাংগারে ঝোলানো গিলে করা পাঞ্জাবি
উপহাস করে চলেছে আমার সার্বজনীনতা!


সামাজিক আন্তর্জালেই খুব সামাজিক জীব
হয়ে উঠি শেষমেশ-
ন্যু ইয়র্ক থেকে মুম্বই
লন্ডন থেকে কলকাতা,
অশরীরী ছায়ার মতো ঘুরে বেড়াই বিজয়ার প্রনাম হয়ে!