জ্যোৎস্নার বান ডাকা রাতে কাশফুলের থোকা থেকে  
বিচ্ছিন্ন হতে পারি কই!
পারি কই দ্বীপ থেকে দ্বীপে তুলে দিতে বসবাস!
প্লাবনে প্লাবনে মশগুল হয়ে থাকি সারারাত!


হ্যাঁ, পুজো আসছে,
ঢাকের বোলে সাজছে চির পুরাতনী,
এ শরতে তাই প্রেমায়িত সুবাসে ঢাকা পড়ে
শ্বাপদ শরীর!
শ্বদন্ত খুবলে নিয়ে আসে নরম মাংস,
নিরাভরণ চেনা চেনা শরীর!


এ শরতে এই পুজোয়
আমি তাই তৃতীয় পক্ষ,
কক্ষপথ ঘোরা শেষে এসে বসি
জাম বাগানের সীমানায়,
জ্যোৎস্নার বান ডাকা নিশুতিরাত-
চরাচরে আমি একা!!


  পাদটীকাঃ- পুজোর আগে লেখা, পোস্ট করতে দেরি হয়ে গেল।