বাঁধা গতে তোমার শাপমোচন হয়ে যায়,
উড়ে এসে বসো ছাতিমগাছে ভোরের কাক হয়ে;
তোমার আকাশে তখন উড়ছে অন্য ঘুড়ি-
কুলীন কায়স্থ, পঁচিশ,গৃহকর্মে পারঙ্গমা।
একটু একটু করে সুতো ছাড়তে ছাড়তে
তুমিও বিলকুল দেবদাস দীবানা!
আজন্ম লালিত ত্রাসে নীলাভ সন্তরন,
ছাতিম গাছের ডালেই ঘুড়িটা ভোঁ-কাট্টা হয়-
এবার তাহলে গল্পটা অন্য মোড় নেবে!
অন্ধকার জানালার কপাট চিরে একরাশ অক্সিজেন-
লাটাইটা আবিস্কার হয়েছে এঁদোগলিতে-
বাধঁতে বসেছে নূতন আশনাই।