একগোছা হাড় কি ভাবে একগোছা ফুল হয় তা কি জানতে,
পাঁজর খুলে দেবার আগে!
হাড়ের শ্যাওলারা পিঙ্গল হরিদ্রাভ ফুলসাজ নেয়,
আর তুমি ফুল ভেবে বুকে জড়িয়ে রাখো
যত সরীসৃপের হাড়।
প্রেয়সীর মুখ চেয়ে এক ডাইনোসোর সভ্যতার বীজ
দাঁত নখ বের করে আচঁড় কাটে
কালপুরুষের আকাশ ভেবে।


আর তুমি মাদার টেরিজা হয়ে যাও-
নিষ্কলঙ্ক বলিরেখায় ঢেকে নাও আমার কলুষ।