***********************
তুমি কি আবহবিদ,
ক্ষণে ক্ষণে বৃষ্টির খোঁজ নাও?
কিছু বৃষ্টি দিতে চাও আমাকেও?


আমি যত বলি-
এত দূরে কেন?
কাছে এসে বসো,
এত দূরে আসেনা কোনো বৃষ্টির ছাঁট,
আমরা কাটাতেই পারি অনন্ত রৌদ্রদিন,
তুমি ভিজে ভিজে কেবলই মৃচ্ছকটিকম হয়ে যাও।
আর আমি প্রাণপনে গুঁজে যাই ময়ূরপুচ্ছ
খরাতপ্ত পৃথিবীর বুকে