@@@@@@@@@@@@@@@@@@@@
আমি যে ছিলাম,
শালপ্রাংশু বনদেবতা,
স্নিগ্ধ বাতাস ছেড়েছিলাম,
জঙ্গল লাগোয়া টংঘর থেকে
বয়ে এনেছিলাম
বাসি পান্তা আর পোড়া রুটির গন্ধ ...


শহুরে বাতাস মধ্যবিত্তরোগ ...
এ শহর জানে
মধ্যবিত্তপনা কালজয়ী উপজীব্যহর ...


গুছিয়ে নিয়েছি
শালপ্রাংশু, উপজীব্যহর
আমাকে খানিক উপান্তে থাকতে দাও ...
একলা,
যাতে করে কানে না আসে তোমার মুহুর্মুহু
মোবাইল টাওয়ার ভেঙে পড়ার আওয়াজ ...