জীবন অনলে পুড়ে আমরা ছুটি জীবন গঠনে
চিত্তের শুদ্ধতা ক্লান্তির হাই তুলে
সৃষ্টির শেকড় উপড়ানো দেউলিয়া সমাজের পতাকাতলে।


স্বব্দের মাঝে স্বব্দের অদৃশ্য বিচরণ
কথার মাঝে কথার চাপা কোলাহল
মনের ক্লেদ অবিরত খোঁজে জীবনের ব্যাকরণ।


দেহহীন আত্মার মিছিলে দুষ্ট বোধের তাড়না
উচ্ছিষ্ট তত্বের বাগাড়ম্বর ব্যাখ্যায়
অন্তঃস্বারশূন্য মহাপুরুষের গল্পে সাঁজে মহাকালের পাতা।


স্বপ্নাতুর বিভ্রান্তি বিভ্রমকে বিবর্ধিত করে প্রতিদিন
অন্তর্গত যন্থণা ভূলে সবাই নির্বাসনের পথ খুঁজে যখন
মর্তলোকের উপড়ে তখন শুরু হয় নীল-নকশার মোড়ক উম্মচন।