কোনোদিন করিনি জানার চেষ্টা
কি ছিল তাঁর মনের ইচ্ছা
করতেন পরিশ্রম নিজের সবটুকু দিয়ে
ভাবতাম 'বাবা' বুঝি তাঁকেই বলে
বাজার, অফিস, আর শাসন
'বাবা' মিটাবেন আমাদের প্রয়োজন.
দেখেছি বাবাকে করতে চিন্তা
রোজই বলতেন, ভবিষ্যতের কথা
বুঝতাম না বাবার ভাবনার কারণ
ভাবতাম, 'বাবা' মানে একটু অন্যরকম,
আজ জীবনের যে তীরে আছি দাঁড়িয়ে
বাবার স্বপ্নগুলি সব পেয়েছি কুড়িয়ে
জেনেছি কি ছিল তাঁর অবদান
এক নয় অজস্র তাঁর বলিদান
বুঝতেই পারিনি ছিল তাঁর অনেক উচ্চাশা
আমাদের ইচ্ছার তরে ঝরে গেছে সব আশা
আজ যে তাঁর চলছে জীবনের শেষ অধ্যায়
সাধগুলি তাঁর হারিয়ে গেছে কিজানি কোথায়
হাতগুলি ধরে তাই আজ বলছি 'বাবা'
জানাই তোমায় অন্তরের গভীর কৃতজ্ঞতা
বাবা, আজ আমি দাঁড়িয়েছি নিজের পায়ে
লড়াই করার শক্তি পেয়েছি তোমার কাছে
তোমার হারানো সব স্বপ্ন আজ আমার হাতিয়ার
মাথা উঁচু করে বলছি, আমি যে মেয়ে, আমার বাবার
তোমার আশীর্বাদ ধন্যা আমি, এই আমার অহংকার
তোমার চরণে প্রণমি আমি বারংবার, বারংবার