দিন আসে দিন যায়,
সন্ধ্যার অন্ধকারে,
আমি দাঁড়িয়ে থাকি বারান্দায়.


বয়ে চলে মৃদু, মন্দ ঠান্ডা হাওয়া,
আকাশের পানে তাকিয়ে
ভাবি আমি কত কথা,


তখনি তাকিয়ে দেখি রাস্তায়,
দুটি মানুষ ঠিক চলে আসে,
আমার দোর গোড়ায়.


হাসি, হাসি মুখে আমায় সুধায়,
কিরে ভালো আছিস তো ?
একা কেন বারান্দায়?


ভাবছিস এতো কি?
এই তো আমরা আছি,
চল হাসি, ঠাট্টা, গল্প করি.


যতই আসুক ঝড়, বৃষ্টি, তুফান,
এই দুটি মানুষ ঠিক চলে আসে,
আমার একাকিত্বের দুনিয়ায়.


বুঝতে দেয় না,
আমায় আমার যন্ত্রনা,
বুঝতে দেয় না এক বিন্দু,
কত নিষ্ঠুর এই দুনিয়া.


জীবনে সুখ দেখেছি,
দেখেছি অনেক দুঃখ,
সব সময় তাঁদের কাছে পেয়েছি,


বুঝেছি তাঁদের ভালোবাসা
দুর্লভ, নিঃস্বার্থ,


তাঁরা আর কেউ নয়,
আমার মা, বাবা
আমি যে সত্যি ভাগ্যবতী,
তাঁরাই আমার বিধাতা.