ভালো হতে বোলো না আমায়
আর ভালো থাকবো না আমি


ভালোর চিতা জ্বালিয়ে আমি 
চোখ বুজে বিষ পান করেছি 


অথৈ জলে একা একা ডুবে গেছি 
বাঁচার তাগিদে সাঁতার কেটে চলেছি 


কেউ হাত এগিয়ে দিচ্ছে না 
বাঁচতে চাইছি, বাঁচতে পারছি না 


ভালো হয়ে শুধু ঠকে গেছি
আমি খারাপ হতে শিখছি,


সোজা, সরল আমি ছিলাম 
অন্ধ সমাজে হাঁটছিলাম 
আজ নিষ্ঠুর হতে শিখলাম 


ভালো হবার পরিণতি 
যদি হয় বিস্বাসঘাতকতা 
তবে খারাপ হতে নেই দ্বিধা


অথৈ জলেই সাঁতার কেটে তীরে যাব
আমিও তোমাদের মত হয়ে দেখাব