ইচ্ছা ভুলে যাবো সব যন্ত্রনা
এইবার পুজোয় জুড়বো নুতন ইচ্ছে ডানা
যা কিছু খারাপ, করবো না তার তোয়াক্কা
সব যা ভালোলাগে, তা নিয়ে কাটিয়ে দেব বাকি জীবনটা
আমি আমারি মতন থাকবো
ভালো না লাগলে, আমার কি বয়েই গেলো
গান লিখবো, গান গাইবো,
কলম হাতে অনেক কবিতা লিখবো
সারাদিন থাকবো আমি চনমনা
আমায় দেখে জ্বলবে সারা দুনিয়া
এইবার আমি একা একাই দেখবো মা দুগ্গা
মাকে বলবো 'মা' হরণ করো মনের সব ব্যাথা
দেখেছি মা, সবাই দেখে নিজের খুশি
আমিও যাতে সেটাই পারি, দাও আজ সেই শক্তি
ভালোবাসা জ্বালিয়েছে অনেক,
আর হতে চাই না না দুর্বল
সব ঘৃণা জয় করে যেন আমি হই সবল
আমি স্ত্রী, আমি মেয়ে,আমি মা,
কিন্তু সবার আগে আমি মানুষ
হাসি খুশি আমি বাঁচতে চাই মা
চাই মনের দুঃখ সকল ঘুচুক
এইবার পুজোয় মা তোমার কাছে আর্জি
বাকি জীবন আমি যাতে আমার মতো থাকি