রোজ কলেজ ক্যাম্পাস এ
আমাদের সেই গোল মিটিং টা


কাঁধে কাঁধে হাত রেখে
সেই আড্ডার আসরটা


কখনো গলা ছেড়ে গান
কখন বা আবৃত্তি
চায়ের কাপে ঠোঁট
শব্দ করে চুমুক
ওই মন মাতানো দিনের
মনের কোনে আজ ঠিকানা


আছে কিছু স্মৃতি
ফটোতে বন্দি
অ্যালবাম খুলে আজ তাই
উল্টে দেখি


সেই প্রাণবন্ত দিনের আজ বড়ো অভাব
তাও ফেসবুকের পর্দায় হয়
মাঝে মাঝে বার্তালাপ


কে কোথায় চলে গেছে
দেশ থেকে দেশান্তর
করমর্দন আর হবে না
ভাবাটাই অবান্তর


রাস্তায় বসে খেয়েছি সবাই
কাগজের থালায় খিচুড়ি
এখন দুপুরে টেবিল এ বসে খাই
আমরা নিউক্লিয়ার ফ্যামিলি


জামা ছিল না নানারকম
অল্পই মনে হতো অধিক
এখন আলমারিতে কত জামা
শুধু করে না কেউ খুনসুটি


বিনা কারণেই হেঁসেছি আকর্ণ হাঁসি
আজ কারণেও আসে না সেই অট্টহাঁসি


সেই সব দিন
ভর্তি ছিল বন্ধুদের কোলাহলে
গাছের নিচে, সবুজ ঘাসের উপর আড্ডাতে,
অনেক হাঁসি, ঠাট্টাতে,
অল্প পয়সার ঝাল মুড়ি চিবানোতে

আজ পয়সা আছে, আছে সমৃধ্যি
নেই সেই বন্ধুর দেওয়া ডাকনাম
নেই সেই আলাপের্ লালি


আজ আমি আর আমার পরিবার
নিয়ম শৃঙ্খলার গন্ডিতে
বাঁধা এক সংসার


আমি একা নই , তবুও আমি একাকী
সব কিছু আগের মতোই আছে
শুধু প্রিয় মানুষগুলিকে খুঁজে ফিরি