চাপা গাছের নিচে দাঁড়িয়েছি ,
একটি চাপা ফুলের সাথে কথা বলেছি।
শুধিয়েছি চাপা তুমি কেন এতো সুন্দর ?
সুগন্ধি তুমি এতো কোথায় পাও?
বললো চাপা, ওগো জানি না আমি ,
কোথা থেকে পেয়েছি এই রং, এই সুগন্ধি।
লোকে আমায় দেখলে আহা! বলে,
সে শুনে রূপ আমার আরো খেলে,
ভালোলাগে আমার মেয়েদের ওই খোঁপা,
খোঁপায় বসে,ভালোলাগে, বাড়াতে রূপের শোভা
মায়াবিনী মেয়েদের কালো চুলের কোলে
গাছের কোল থেকেও থাকতে বেশি ভালোলাগে।
কষ্ট হয় যখন তারা চোখের জল ফেলে,
তাদের কষ্ট দিতে বল তো কার ইচ্ছে করে?
থাকুক না তারা চঞ্চল, হাসি, খুশি,
তাদের ছাড়া এই দুনিয়া যে স্বশান পুরি
রূপ, লাবণ্যে ভরা তারাই তো সৃষ্টির অধিকারিণী,
সহজ, সরল, মমতায় ভরা জগৎজননী।
সকলে মিলে তাদের যদি যত্ন করে,
আমি দূর দিগন্তে আমার সুগন্ধি দেব ছড়িয়ে।