জীবনে চলার পথে হয়ো নাকো বিভ্রান্ত
থেমো না তুমি যতই হও পরিশ্রান্ত
চলার পথে আসবে অনেক বাধা বিপত্তি
সৎপথে সংগ্রাম করে করো তার নিস্পত্তি
মনকে দৃঢ় করো, করো নাকো ভয়
একদিন নিশ্চই তোমার হবে জয়
জেনে নাও পিতা মাতাই শ্রেষ্ঠ বন্ধু
অভিজ্ঞতায় ভরপুর, তারা জ্ঞানের সিন্ধু
ধৈর্য রাখো, অল্পতে হয়ো নাকো বিহ্বল
মনের শক্তিই তোমার একমাত্র সম্বল
কাজই ভগবান, কাজকে তুমি ভালোবাসো
সফলতা তোমার জীবনে আসবেই অবশ্য
নিন্দা,সমালোচনা থেকে নিজেকে রাখো সরিয়ে
নিজেকে চেনো, এটাই তোমায় নিয়ে যাবে এগিয়ে
চলার পথে অনেক কিছু দেবে হাতছানি
লোভ করো না, দেখে নাও ভালো করে পথখানি
সর্বদা হাসো, হাসিতে করো না কার্পণ্য
কথার মিষ্টতা দিয়ে উজ্জ্বল করো তোমার লাবণ্য
এইকথাগুলি মনে রেখো, এরা জীবনের নবরত্ন
জীবন একটাই, একে করো যত্ন
তোমাকে জিততে হবে মনকে করো বলবৎ
তুমি যে পরিবার ও দেশের ভবিষ্যৎ