আই শুনেছ!
তোমার sms এসেছে, দেখবো?
না না! দাও আমার মোবাইল,
ধরবে না আমার জিনিস ,
এইগুলি আমার পার্সোনাল।
কেন গো? স্বামী, স্ত্রীর মধ্যে কিসের লুকোচুরি?
এই নাও আমার মোবাইল।
দেখো কি দেখবে? কল লিস্ট? sms ?
আমার লুকানোর কিছু নেই গো!
না না! আমি আমারটা ধরতে দেব না!
আর সাহস করবে না! বলে দিলাম.
না! ও এখন আর আগের মতো নেই,
আমি খেলাম, না উপোস করলাম,
কোনো খোঁজ, খবর নেই.
সকালে উঠে অফিস যায়,
অফিস থেকে এসে হাঁটতে যায়,
বলে ওয়াক করতে যায়
শরীর হেলদি রাখতে হবে.
কিন্তু, যদি ওকে তখন ফোন করি,
ফোনটা busy আসে, পাই না,
এখন আর চিন্তা করি না, ছেড়ে দিয়েছি.
রাত্রিবেলা ও এখন আর -
আমাকে লক্ষ্মী বৌ বলে আদর করে না,
মনে হয় কত দূরের মানুষ,
ভীষণ অচেনা লাগে,
অপেক্ষা করতে করতে আজ আমি ক্লান্ত,
আমার আর আলো ভালো লাগে না,
অন্ধকার খুব ভালো লাগে,
জীবনের প্রতি কেমন অনীহা জন্মেছে,
তাও পারি নি ছেড়ে দিতে,
এই সংসার, এই ঘর, এই দেয়াল,
সবকিছুতে যেন কত স্মৃতি লুকিয়ে আছে,
এইভাবেই দু দুটি বছর কেটে গেলো
একদিন আমার ঘরের দরজা খুলে,
কেউ এলো, কেউ এলো,
আমায় জড়িয়ে ধরে খুব কাঁদলো,
আমি কিছুই বুঝতে পারলাম না,
আমার সাথে সে অনেক কথা বললো,
আমায় ডাক্তারের কাছে নিয়ে গেলো,
আমার বোধ হয়, স্নায়বিক শক্তি নষ্ট হয়ে গেছিলো,
চারিদিকে আর্তনাদ শুনতে পেলে,
বৃষ্টি--বৃষ্টি--বৃষ্টি---
আমাকে জড়িয়ে ধরো, একটিবার,
আমি অন্যায় করেছি তোমার সাথে
আমি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলাম,
সে এখন আর আমার নেই
আমি খুব একা, আমি তোমারি
বৃষ্টি--আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি,
আমার মোবাইল লাগবে না
আমার যা আছে সব তোমার,
কিছু লুকানোর নেই,
তুমি সব জানবে,
আর তোমায় ছেড়ে যাবো না,
লক্ষ্মী বৌ, ও লক্ষ্মী বৌ
আমার মনে হলো মেঘের গর্জন
না..চোখে জল এলো না,
সব ই তো আমার শেষ
আমার হারানো দিনগুলি
আর তো ফিরে আসবে না,
একাকীত্বই যে এখন আমার ভালোবাসা
অন্ধকার যে আপন
আলো আমার খুব ভয় করে,
তাকাতে পারি না, কষ্ট হয়
এভাবেই চলে যাবো একদিন,
একদিন একদিন করে যেভাবে
আমার স্বপ্নগুলি মরে গেছে,
আমিও এইভাবে চলে যাবো
দূরে, অনেক দূরে,
শুনলাম আবার কেউ ডাকছে
বৃষ্টি---বৃষ্টি--বৃষ্টি--