তুমি যখন কাছে থাকো,
আমার তোমায় ছুঁতে ইচ্ছা হয় না।
তুমি যখন দূরে থাকো,
আমার তোমায় কাছে পেতে ইচ্ছা হয় না।
তুমি কাছে বা দূরে-
আমার কখনো তোমার অভাব বোধ হয় না।
কেন বুঝতে পারছো?
তুমি যে সবসময় আমার সাথে থাকো।
আমার হৃদয়ে তোমার ঘর।
আমি তোমার দেহ নয়,
তোমার মনকে ভালোবাসি।
দোহাই তোমার, এই মন
কোনো দিন কলুষিত করো না-
আমি ওগো সইতে পারবো না।
আমার আর তোমার তো ওগো,
দেহের নয়, আত্মার মিলন।
এ মিলন অমৃত আস্বাদ,
এ মিলন চিরন্তন।
আমার এই সুখ পার্থিব নয়,
এ যে ঐশ্বরিক, ঐশ্বরিক।