সফল আমি হবোই,
যে যাই বলুক,
আমি জানি আমি যা ঠিক করেছি,
সেটাই ঠিক,
লোকে তো অনেক কথা বলে, বলবে,
আমি কি যাতনায় লিপ্ত ছিলাম,
সে কজনে জানে?
আমার ওপর দিয়ে যে ঝড় গেছে,
তার আঘাত কি ছিল,
সে তো উপলব্ধি করা-
সহজ কথা নয়!
আমি জানি আমি সৎ,
আমি নিষ্পাপ,
আমি আমার মতোই থাকতে চাই,
যে কাজ করে আমি আনন্দ পাই,
সেটাই আমি করবো,
আমি আমার হৃদয়ের কথা শুনবো,
আমার সন্তানকে আমি,
আমার গুন্ দিয়ে গুণান্বিত করবো,
তাকে বোঝাবো 'ভালোর ' সংজ্ঞা
তাকে বোঝাবো 'খারাপের' সংজ্ঞা
তার মন তো এখনো নরম মাটির,
যেমনি গড়ব, তেমনি তো হবে,
তবে কেন মিছি মিছি জীবনকে
অসহনীয় করে তুলবো?
কেন দূষিত হাওয়ায় স্বাস নেবো?
আমার যে শ্বাস বন্ধ হয়ে আসে!
আমার সন্তান যে আতঙ্কে থাকে!
কেন দেব এতো বলিদান?
সেই ভবিষ্যতের জন্য?
যা আমার হাতে নেই!
কিছু করতে না পারি,
যে চলাতে ছন্দ আছে,
যে চলাতে খুশি আছে,
যে পথে সততা আছে,
সেই পথে তো চলার,
স্বাধীনতা আমার আছে?
আমি যুদ্ধ নয়,
আমি শান্তি চাই,
আমি চাই মুক্তি,
আমি চাই খোলা আকাশ,
আমি বাঁচতে চাই,
দমবন্ধ করে নয়,
মুক্ত হাওয়ায় স্নান করে,
আমার সন্তান আর আমি,
হাসতে চাই, নাচতে চাই,
আমাদের বাঁচতে দাও,
আমাদের শক্তি দাও,
বাধনমুক্ত করে দাও.
আমার স্বপগুলি আমায় ডাকছে,
আমি জানি সফল আমি হবোই.
সফল আমি হবোই.
এই আমার বিশ্বাস.