বহু দূর হতে বহু ক্রোশ ঘুরে, বেচেছি এক গাছা চুরি
আমি ফেরিওয়ালা, তাই পথে পথে ঘুরি।
আজ সারাদিন হয়নিকো খাওয়া পাইনি খিদে মোর
বাড়িতে বসে থাকা বৃদ্ধা মাকে,
কি দেবো খেতে তাই ভেবে আমি ঘো র
আমি বড় আজ ক্লান্ত হয়েছি ,মন অবসন্ন হয়ে গেছে,
বিক্রি হয়নি সামগ্রী মোর, কি জবাব দিব মাকে?
ছোট থেকে বড় হয়েছি আমি, দেখে মায়ের চোখের জল,
তাইতো পড়াশুনো হয়নি আর, নিয়েছি তুলে কাঁধে সংসারের ভার।
বয়স 12 থেকেই আমি চলছি পথে পথে,
বেঁচে আর কিনি এই ধর্ম সাজিয়ে নিয়েছি মনে।
সাথে আছে হরেক রকম পুতুল, ও সাজের সামগ্রী
লকডাউনে কেউ সাজেনা হচ্ছেনা তাই গো বিক্রি।
কচিকাঁচারা দেখে চলে যায় কেউ বলেনা নেব,
বৌদি আর দিদিরা সব নিয়েছে মুখ ফিরিয়ে গো।
আমি ফেরিওয়ালা দিন চালানো হয়েছে যে বড় কষ্ট,
রাত্রিদিন সব মিলেমিশে হয়ে গেছে নষ্ট,
ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে সব অন্তরে চাপা পড়ে,
মায়ের মুখটা শুধু ভেসে ওঠে,
কি দিয়ে আজ মেটাবো মায়ের খুদা যে।
তাই ভেবে মন কেঁদে কেঁদে ওঠে।
অভাবের জ্বালা বড় জ্বালা মিটে না অতি সহজে,
পথে পথে ঘুরে তাওতো মেটেনা জীবনের বোঝা যে।
আমি ফেরিওয়ালা তাই চলি আমি থাকবো না ,
দেখবো কবে কষ্টের দিন হবে অবসান।
কবে আসল হাসি ফুটবে রইবো অপেক্ষায় দিনরাত।