তোমার হাঁসি আমার হাঁসি সবার হাঁসিতে,
লেগে থাকি আমি সবার ঠোঁটেতে।
মন খারাপের ওষুধ আমি ঠান্ডা করতে লাগে,
রাগলেও আবার হাঁসি দিয়ে থামাতে থাকে।
ঠোঁটের কোণে লুকিয়ে থাকা চাপা হাঁসি আমি ,ভালোবাসার কোণঠাসা তে অভিমানেও থাকি।
সবুজ হাঁসি, লাল হাঁসি ,মিষ্টি হাঁসি আছে ,
যেমন তুমি চাইবে তেমন আমি হাসিব  তোমার ঠোটেতে।
কখনো তোমার মুখের ভাজে লাগাতে থাকি হাঁসি,
আবার সকল দাঁত লুকিয়ে চুপটি হাঁসিতে থাক।
হাঁসি আমি মন খুলে যে যখন খুশি হই,
আবার কখনো অট্টহাসিতে মুখ খুলে যে থাকি।
হাঁসি আপন মনের দারে দুঃখ লুকিয়ে,
সবাইরে ভালোবেসে থাকি হাসাতে।
হাঁসি আমার ,হাঁসি তোমার ,হাঁসি সকলের,
সবাই মিলে হাসিতে থাকো আপন মনেতে।
অসুখ সবি উঠবে সুস্থ থাকবে তুমি,
সবাইরে রাখবে ভালো মধুর ঝলক ফেলি।