কবিতা —মানবজন্ম
মৌমিতা পাল


কেউ  পথ চলতে  গিয়ে পথের  মাঝে
মুক্তো ভরা ঝিনুক পেয়েও
তার দাম না জেনে হেলায় ফেলে  
শূন্য হাতে ঘরে ফেরে।
আবার কেউ সারাজীবন ধরে
মুক্তো ভরা ঝিনুক খুঁজেই চলে।
কারো ভালবাসার  বাগানটিতে ফুল ধরেনা
অকালে কুঁড়ি এসেও ঝরে পড়ে  ,
কেউ বা সত্যিকারের ভালবাসা পেয়েও
তাকে  না বুঝেই পায়ে মাড়িয়ে ফেলে  ।
কেউ বা অট্টালিকায় বাস করেও
চিরজীবন দীর্ঘশ্বাসের শব্দ শোনে,
কেউ বা কুঁড়েঘরে রূপকথার  রাজ্য গড়ে ।
কেউ চোখের  জলে ভেসে ভেসে  
মুখে হাসিটি ধরে রাখে,
কেউ বা কঠোর কথার  জ্বালে
নিজের বিষ অন্য কে ঝাড়ে।
বিচিত্র এই মানব জীবন
বিচিত্র এই জগতের  ধারা
সুখের লাগি যে কেবলই ঘোরে
তার কপালে দু:খ নাচে।
শান্তির আশা যে করে
তার কপালে অশান্তির আগুন জ্বলে।
মিল অমিল এর এই যে ধারায়
চলছে মানব জীবন ধারা ।
নিয়তির হাতের  পুতুল হয়ে  
মানব কেবল সুতোর টানে
সারাজীবন ধরে নেচেই চলে ।