কবিতা-- উপচার

একটা ডাস্টার চাই
বেদনাদায়ক স্মৃতিগুলো মুছতে হবে
চকচকে কালো বোর্ডের মতন
মনটাকে করে ফেলতে পারলেই...
একটা সম্মার্জনী চাই
ঝড় থেমে গেছে   প্রকৃতিও শান্ত
আগাছাগুলো তুলে ফেলতে পারলেই...
মানুষটি উপাদান খুঁজে চলে সারাদিন
অথচ তার হৃদয় জুড়ে অনুভূতির ছড়াছড়ি
শিল্পীর কাছে শিল্পের উপচার বড্ড দামী।

@ মৌমিতা পাল