সন্ধ্যা সাতটা একটা হাহাকার করা সময়।
এই সময় শক্ত হাতে বাসার দড়জায় আব্বুর কড়া নেড়ে ঘরে ফেরার শব্দ পাওয়া যায় না,
বাসার নীচে ঝালমুড়ি ওয়ালার ডাক শোনা যায় না,
অনেক বড় হয়ে গেছি বলে ভর সন্ধ্যায় চুল খুলে হাঁটা যায় না
অথবা চৌদ্দ বছরের কিশোরীর মতো ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটিও করা যায় না।


শুধু কোথায় কোন দূর দেশে বসে
একলা ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময়
হোয়টস্অ্যাপের একগাদা লম্বা নোটিফিকেশনের মধ্যেও অফলাইনে থাকা প্রেমিকের জন্য দীর্ঘসময় অপেক্ষা করা যায়।


#ডার্মস্ট্যাড #রশডর্ফ
- ৯ সেপ্টেম্বর, ২০২১