এখানে ভোর হয়
কৃত্রিম তারা জ্বলে
আকাশের ছাদে কার
ছায়া মন খুঁজে মরে


উড়ে চলা আকাশে
বিলাসিতা গান গায়
ভূমি আর পাহাড়ে
সমতল মেঘে যায়


ঘরে ফেরা বাড়ি টান
একা একা কবি গায়
এমিরাটস বাহনে
কান্ট্রি সং মান


দুবাই প্রভাত ফোটে
ফ্রাঙ্কফুর্ট রাত হয়
ট্রাঞ্জিট কাহনে
অপেক্ষা কাছে আয়।


-দুবাই, ২৭ ফেব্রুয়ারী, ২০২১