আজ খুব ক্লান্ত আমি।
নাহ্,শুধু কাজের ভারে এতোটা ক্লান্ততো কখনো হইনি!
দীর্ঘ অপেক্ষার পর যখন ব্যর্থ হৃদয় ব্যথিত থাকে-
আলসে শরীরও তখন বড্ড ক্লান্ত।
কিন্তু আমারতো কোন অপেক্ষা নেই!
সময়ের বলয়গুলোতে কেমন একটা ঘুণ ধরেছে।
মাঝরাতে মগজের ভেতর কুয়াশায় ঢাকা।
পাথুরে দেয়ালে দম বন্ধ হয়ে যাচ্ছে-
জানালার মোটা মোটা পর্দার ওপারে
'জোছনা' নেমেছে।
জানিতো, কোন পরি আসবে না।
ছেলেবেলার বয়স সেই কবে চলে গেছে!
তবুও কিসের একটা হাহাকার এই মাঝরাতে বাড়ছেই-
বুকের ভেতর ক্রমশ পাথরগুলো দলা বাঁধছে,
কার্তিকের শেষেও তাই লুকোবার জন্য শুধু একটু বৃষ্টি চাই।
বৃষ্টি....।।


তারিখ: ১৪ নভেম্বর, ২০১৬
সময়: রাত ১:২৫