তোমার নাকে নোলক থাকে
নীল আকাশের শাড়ির পাড়ে
সাদা শার্টের হাসি।


বিহান বেলা ব্যস্ত ছোটে
এক প্ল্যাটার সালাদ কোটে
চাঁদের বাড়ি, সান্ধ্য হাঁড়ির আটি।


স্নানের ঘরে বকুল ফোটে
বর্ষা কাঁদে, স্বর্গ বাঁধে
শর্ত যোগে ক্যালকুলেটর ছুটি।


একটি তারার অনেক গড়ি
ভালোবাসায় মুক্ত দিদি
শুধু আর বাগানে দীক্ষা নেবার হবি।


লেখা: ডিবুর্গ_১০ অক্টোবর, ২০২০
সময় : রাত ২টা১২ মিনিট